Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২০

মো. শাহিন শেখ।

রাজবাড়ী: নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শা‌হিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, কাতার যাওয়ার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শাহিন শেখকে গ্রেফতার করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের টিম সন্ধ্যায় বিমানবন্দর থানায় পৌঁছে তাকে হেফাজতে নেন। গ্রেফতার শাহিন শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টাসহ মোট ৪টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর