Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় চেক প্রতারণায় দণ্ডপ্রাপ্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৩১

বরখাস্ত সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আকতার।

বগুড়া: চেক প্রতারণা মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বগুড়ার কাহালু কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (১৪ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মোছা. সেলিনা আকতার বগুড়ার কাহালু উপজেলার ইন্দুখুর গ্রামের বাসিন্দা মো. ইমদাদ হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি উক্ত অর্থ ফেরত না দেওয়ায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। ২০২৫ সালের ১২ মে বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সেলিনা আকতারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রায়ের পর থেকে দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষিকা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারির তারিখ থেকে শিক্ষিকা সেলিনা আকতারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেনের সই করা আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর