Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি সঙ্গে সকল ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

মতবিনিময় সভায় মো. হারুনুর রশীদ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হিন্দু-সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব মো. হারুনুর রশীদ।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্যে বিএনপি প্রার্থী মো. হারুনুর রশীদ বলেন,’বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিএনপি সর্বদা কাজ করে যাবে বলে আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত হিন্দু-সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবিদাওয়া তুলে ধরেন। বিশেষ করে নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক সেবা সহজীকরণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সভা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর