রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত শ্রমিক রিপন সাহা সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মেসার্স করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ।
আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। তিনি যুবদলের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ।
পাম্পের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত জিপ গাড়ি নিয়ে মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। ওই সময় গাড়িতে তেল দিতে আসেন পাম্পের শ্রমিক রিপন সাহা। তিনি গাড়িতে ৫ হাজার টাকার তেল দেন। তেল নেওয়ার পর টাকা না দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন সুজন। এ সময় পাম্পের শ্রমিক রিপন দ্রুত গাড়ির পিছু নেয়। কিছুক্ষণ পর পাম্পের আরেক শ্রমিক জাকির হোসেন সামনে গেলে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘ভোরে পাম্পের শ্রমিক হত্যার অভিযোগে আবুল হাসেম সুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।