Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৩

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অষ্টম দিনের আপিল শুনানি চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অষ্টম দিনের কার্যক্রম চলছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

ইসি সূত্র অনুযায়ী, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হবে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন।

এর আগে, গতকাল কমিশনে ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে।

‎কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে চারটি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

‎ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর