Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১২:১৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি দশ লাখ টাকা মূল্যের অবৈধ হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতাররা হলেন এবরান আলী (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এবরান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে রাত ১টা ৫ মিনিটে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার হেফাজতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত মোট ৩ দশমিক ১ কেজি বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য তিন কোটি দশ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর