Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৩:০০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:০২

ঢাকা: ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) ও কাজী খালেদ হোসেনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) মহানগর উত্তর জামায়াতের প্রচার সেক্রেটারি ইমন আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলগাঁও পুর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর