Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমে হামলা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪

ঢাকা: সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেছেন, গণমাধ্যমে হামলা এক ধরনের ট্রমা। হয়ত আমার মধ্যে সারাজীবন কাজ করবে। কারো যদি ক্ষোভ থেকে থাকে, তার কারণে সেই ভবন ভাঙা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। সাংবাদিকদের ভেতরে রেখে চারদিকে আগুন দেওয়া, ফায়ার সার্ভিসকে আসতে বাধা দেওয়ার অর্থ জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আজকে এই দুই পত্রিকায় হামলা হয়েছে। কাল অন্য কোথাও হবে। এই পরিস্থিতিতে আমাদের সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যম সম্মিলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সম্পাদক নূরুল কবীর বলেন, সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে হবে যে, সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো কেবল ২০০, ৫০০ কিংবা ১০ হাজার সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চকণ্ঠ না হতে পারে। তবে গোটা সমাজের মধ্যেই নানা ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য।

তিনি বলেন, যে কোনো দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। পৃথিবীর যে কোনো জায়গায় সবচাইতে বড় একটা বৈপ্লবিক পরিস্থিতির মধ্যেও এই মানুষের কণ্ঠস্বরকে বন্ধ করবার একটা প্রবণতা থাকে। দুটি পত্রিকা অফিসের মধ্যে একটাকে ভাঙচুর, আরেকটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। একটা রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন আমরা লড়াই করছি, তখন এই গণমাধ্যমগুলো আক্রান্ত হয়েছে।

এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা জুলাইকে ব্যবহার করে জুলাইয়ের মূল চেতনা, জুলাইয়ের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

সম্পাদক পরিষদের সভাপতি বলেন, ‘আমরা সাংবাদিক নিজেরা নিজেদের যদি সম্মানিত করতে না পারি তাহলে অন্যরা আমাদেরকে সম্মান করবে না। এই অসম্মানিত অবস্থার অস্তিত্বকে কোনো কায়েমী স্বার্থ কখনও ভয় পায় না। আমাদেরকে কায়েমী স্বার্থের জন্য একটা সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। সংবাদকর্মীদের আচরণবিধি যোগ্যতা ইত্যাদি নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি। হয়তো আপনাদের সহযোগিতা পেলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।’

গণমাধ্যম সম্মিলন-২০২৬ সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ আরো অনেক সাংবাদিকরা বক্তব্য দেন।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর