Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মুগদা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার(১৭ জানুয়ারি) সকালে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নাগরিক কমিটি মুগদা থানা সভাপতি সৈয়দ মুস্তাক আলী কাউসারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট মাইন উদ্দীন ফারুকীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ। আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মতিউর রহমান আকন্দ, ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা ইসহাকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার বিপর্যস্ত হয়েছে। আজকে সারাদেশে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাহিরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না। কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এসব কারা করছে? ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে। তারা চাঁদার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। আরেকটি দল চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে।

গণভোট প্রসঙ্গে কবির আহমেদ বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলেই সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠে।

তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোট হ্যাঁ জয়যুক্ত করতে হবে। তিনি, দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

ছোট মাথায় বড় আবিষ্কারকদের দিন আজ
১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর