ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে প্রার্থিতা বৈধ হওয়ার রায় পান তিনি।
এর আগে ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে কমিশন তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা ফিরিয়ে দেয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ বলেন, “আমার প্রার্থিতা বাতিল হয়েছিল ১ শতাংশ ভোটারের সমর্থনের টেকনিক্যাল কারণে। আমি ইসিতে আপিল করেছিলাম। তারা সমস্ত কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাওয়ায় আমার আবেদন মঞ্জুর করেছেন। এখন আমার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।”
ভোটারদের উদ্দেশ্যে বার্তা মেলান্দহ-মাদারগঞ্জ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “একজন প্রার্থী নির্বাচিত হন মূলত ভোটার ও সমর্থকদের ভালোবাসায়। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলমত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবার পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে মেলান্দহ-মাদারগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।”
নারী ভোটারদের নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “নারী প্রার্থী হিসেবে আমি চাই নারীরা যেন সমাজের মূলধারায় আরও এগিয়ে আসতে পারে। আমি ফুটবল প্রতীক নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এলাকার সাধারণ মানুষ আমাকে একবার সুযোগ দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন “
জামালপুর-৩: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২০:০১
১৭ জানুয়ারি ২০২৬ ২০:০১
সারাবাংলা/এনএল/এসআর