Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ই-টিকিটিং সেবায় ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘর

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২১:০৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২১:০৭

-ছবি : সংগৃহীত

‎‎ঢাকা: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে এটুআই-এর মাইগভ ই-টিকিটিং সেবা উদ্বোধন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়, ফলে টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রবেশ প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সহজ।

শুক্রবার (১৬ জানুয়ারি) মোবাইল ফোনে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, সিনিয়র কনসালটেন্ট ফজলুল জাহিদ পাভেল, চিফ টেকনোলজি এডভাইজার মাসুদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

‎বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই উদ্যোগ নাগরিকবান্ধব ডিজিটাল সেবাকে আরও এগিয়ে নেবে এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। নতুন বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি।

‎উল্লেখ্য, এর আগে গত বছর ৩০ জুন লালবাগ দুর্গে মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ছয় মাসে প্রায় ৩ লাখের বেশি দর্শনার্থী প্রত্নস্থলটি পরিদর্শন করেছেন এবং এর মাধ্যমে সরকার প্রায় ১ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন আরও ২৮টি পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাকে মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।