ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে এখন পর্যন্ত শুনানিতে অংশ নেওয়া জাতীয় পার্টির ৪০ প্রার্থীর মধ্যে ৩৫ জনই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘জাপা প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার হার সন্তোষজনক। আমাদের প্রায় ৪০টি আপিল শুনানি হয়েছে, যার মধ্যে ইসি ৩৫টি মঞ্জুর করেছেন। এ ছাড়া, হাইকোর্ট থেকে আমরা তিনটি ফেরত পেয়েছি এবং আরও তিনটি উচ্চ আদালতে পেন্ডিং আছে। আমরা আশাবাদী, দুয়েকটি বাদে বাতিল হওয়া সব মনোনয়ন আমরা ফেরত পাব এবং আমাদের প্রার্থীরা বিপুল উৎসাহ নিয়ে ভোটে লড়বেন।’
নির্বাচন কমিশনের ওপর জাপা আশ্বস্ত কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানে কমিশনের স্বতন্ত্র মর্যাদা, স্বাধীনতা ও সব মহলের সহযোগিতার কথা স্পষ্ট বলা আছে। রাষ্ট্রপতিও তাদের সবরকম সহায়তা দেবেন। ফলে এই সাংবিধানিক কাঠামোর ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আসলে কোনো বিকল্প নেই।’
এদিকে, মাঠ পর্যায়ে নির্বাচনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপা মহাসচিব। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনের ভেতরে, করিডোরে এমনকি বাইরের রাস্তায় পুলিশের সামনেও হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ এসব ক্ষেত্রে কিংকর্তব্যবিমূঢ় ছিল। যেখানে একটি অফিসই এখনো পুরোপুরি নিরাপদ নয়, সেখানে সারা দেশের ৪২ হাজার সেন্টারে নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?’
তিনি আরও যোগ করেন, ‘সরকার ও নির্বাচন কমিশন এখনো ভোট গ্রহণের জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারেনি।’ বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চরম ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।
আপিল শুনানিতে জাপার ৪০টির মধ্যে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ
স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২২:৪৩
১৭ জানুয়ারি ২০২৬ ২২:৪৩
সারাবাংলা/এনএল/পিটিএম