Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে যমুনা ক্লাবের যাত্রা শুরু, সভাপতি বাচ্চু—সম্পাদক মোশাররফ

সারাবাংলা ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬ ০৯:০০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৪:০৪

রাজধানীতে যমুনা ক্লাবের যাত্রা শুরু। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরবঙ্গের যমুনা পাড়ের জনজীবনের সামাজিক ও সাংস্কৃতিক ঐহিত্য ছড়িয়ে দিতে এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার প্রত্যয়ে রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করল যমুনা ক্লাব লিমিটেড।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরার হোয়াইট হলে জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তিনি যমুনা ক্লাবের সভাপতি হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেন। সেইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে বগুড়া জেলা বিএনপির সদস্য ও ঢাকাস্থ বগুড়া জেলা সমিতির সেক্রেটারি মোশাররফ হোসেন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এর পর ক্লাবটি উত্তরবঙ্গের মানুষদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা তাদের বক্তব্যে উত্তরবঙ্গের মানুষদের পাশে সর্বদা থাকার প্রতিশ্রতি ব্যক্ত করে সবাইকে যমুনা ক্লাব লিমিটেডের সদস্য হওয়ার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান (সাবেক ভিপি), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের এক পর্যায়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় নবনির্বাচিত সভাপতি হিসেবে সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর