Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি চাপায় পাম্পকর্মী নিহত: গ্রেফতার সুজন যুবদলের কেউ না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫৫

রাজবাড়ী জেলা যুবদলের সংবাদ সম্মেলন।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া মো. আবুল হাসেম সুজন (৫৪) যুবদলের কেউ না বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মো. আবুল হাসেম সুজন নামে এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, প্রকৃতপক্ষে মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় বিধি ভঙ্গ করে ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। তাই আজ থেকে প্রায় ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক।

এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা,জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর