Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা, ববি ও টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৩

শেখ হাসিনা, তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শাহীনুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং তার মক্কেলের খালাস দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি।

দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান আদালতে যুক্তিতর্ক তুলে ধরে আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, ফারিয়া সুলতানা, মাজহারুল ইসলাম ও নায়েব আলী শরীফ।

এর আগে, গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা ও তার ভাগনি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দ–সংক্রান্ত আরেকটি মামলার রায়ের তারিখও একই দিনে ধার্য করেন আদালত।

দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলা করে। এর মধ্যে তিনটি মামলায় শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে সাজা ঘোষিত হয়েছে। শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের একটি মামলার রায়েও সাজা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেন। রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রেজিস্ট্রারের কাছে এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই–আগস্টে মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এ মামলায় আসামি হিসেবে নাম রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসেরও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর