ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। সেইসঙ্গে টাঙ্গাইল-৪ আসনের আলোচিত প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নও বৈধ ঘোষণা করেছে কমিশন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই রায় দেওয়া হয়।
ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ ছিল, দৈবচয়নের ভিত্তিতে যাচাই করা ১০ জন ভোটারের তথ্যের মধ্যে অধিকাংশেরই সঠিক ঠিকানা পাওয়া যায়নি।
আপিল শুনানিতে মিজানের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যুক্তি দেখান যে, ওই ভোটাররা প্রকৃতপক্ষেই প্রার্থীর সমর্থক।
তিনি বলেন, ‘আমরা খুঁজে না পাওয়া ভোটারদের সশরীরে কমিশনের সামনে হাজির করেছি এবং এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করেছি যে তারা মিজানুর রহমানকেই সমর্থন দিয়েছেন। এরপর কমিশন সন্তুষ্ট হয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।’
প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান বলেন, ‘আমি ঢাকা-৪ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই মাঠে নেমেছি। ভোটারদের মধ্যে কিছুটা অনীহা থাকলেও আমি আশাবাদী যে উৎসবমুখর পরিবেশ ফিরে আসবে।’
উল্লেখ্য, ২০১৯ সালে ওয়াসা ভবনের সামনে এমডিকে শরবত খাওয়ানোর কর্মসূচি পালন করে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন এই মিজানুর রহমান।