সিলেট: সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুই তরুণ একে অপরের মামাতো ও ফুফাতো ভাই।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)।
তারা পরিবারের সঙ্গে নগরের তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর তালতলা এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ গুরুতর আহত হন।
খবর পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে কি কারণে বাইক এক্সিডেন্ট হয়েছে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল জাকির বলেন, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংঘর্ষের ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, শুনেছি ফায়ার সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে আসে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজগুলো দেখা হবে।