Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩৩

অভিযানে জব্দ করা পণ্য।

কুমিল্লা: কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত এসব অভিযানে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া এবং ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, উদ্ধার করা যানবাহন ও মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর