Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৫

নির্বাচন কমিশন ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দল।

‎রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়ে বিএনপির উদ্বেগ এবং বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচির মধ্যে এ বৈঠক হচ্ছে।

‎বিএনপি প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুলকুদ্দুস কাজল।

‎১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট এরই মধ্যে নিবন্ধিত প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে।

‎সাধারণত সংসদ নির্বাচনের ব্যালট পেপার আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক থাকে। কিন্তু সংসদ নির্বাচনের প্রবাসীদের পোস্টাল ব্যালট পেপারে নৌকা ছাড়া নিবন্ধিত দর ও স্বতন্ত্রী প্রার্থীদের মিলে ১১৮টি প্রতীক রয়েছে। সঙ্গে না ভোটও তালিকায় রয়েছে।

‎এবার দেশে ও প্রবাসে পোস্টাল ভোটের জন্য ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মেধ্যে প্রবাসী রয়েছে ৭ লাখ ৭২ হাজারের বেশি ভোটার। আর দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজারের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন।

‎প্রবাসে শুধু প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট পাঠানো হলেও দেশের ভেতরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নাম ও প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট পাঠানোর প্রস্তাব দিয়েছে বিএনপি, পাশাপাশি প্রবাসের এ ঘটনায় ব্যাখ্যা চেয়েছে।

‎এ নিয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের যে কয়েকটি ভিডিও এসেছে, সেগুলোতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর