Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ, রাত পর্যন্ত থাকার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৩

-ছবি : সারাবাংলা

ঢাকা:  আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

‎রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। এতে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
‎ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান করার ঘোষণা দিয়েছে ছাত্রদল।

‎‎রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এই ঘোষণা দেন।

‎তিনি বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

‎তিনটি বিষয়কে কেন্দ্র করে ছাত্রদলের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি জানিয়ে তিনি বলেন, ‘আমরা আজকে একদম রাত অবধি এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

‎এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা।

‎ছাত্রদলের ৩ দফা দাবিগুলো হলো

বিজ্ঞাপন

‎১. তফসিল পুনর্নির্ধারণ: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনী তফসিল নতুন করে ঘোষণা করা।

‎২. বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ: মাঠ প্রশাসন ও নির্বাচন কমিশন সচিবালয়ে থাকা বিতর্কিত ও বিশেষ একটি রাজনৈতিক মতাদর্শের অনুসারী কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করা।

‎৩. নির্দলীয় তদারকি: নির্বাচনের সময় সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হয়রানি বন্ধ করা।

‎এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। যতক্ষণ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস না পাওয়া যাবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”

‎এদিকে, সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ অংশ নেয়া আন্দোলনকারীরা সড়কের ওপর বসে পড়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরাও। ইসি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে রয়েছে।

‎ ‎সারাবাংলা/এনএল/এসআর