ঢাকা: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে ‘সার্বিক পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস অপর দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধা ৫টা ২৫ মিনিটের দিকে মস্তফাপুর মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম।
তিনি বলেন, সার্বিক পরিবহন নামক যাত্রীবাহী বাস এবং অটোরিকশার দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।