Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২০:১৮

– ছবি : সারাবাংলা

ঢাকা: ‎দা‌বি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চা‌লি‌য়ে যা‌বে ব‌লে জা‌নি‌য়েছেন ছাত্রদল সভাপ‌তি রা‌কিবুল ইসলাম রা‌কিব।

‎‎রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে দিনভর তিন দাবীতে নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেন। এরপর সন্ধ্যায় ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

‎রাকিবুল ইসলাম রাকিব বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রদলের সুশৃঙ্খল অবস্থান ছিল। তাও সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বটবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর বারবার ইসিতে পদচারণা হয়েছে। তারা ইসির সিদ্ধান্ত প্রভাবিত করেছে। জকসু নির্বাচনের ধারাবাহিক বাস্তবতায় শাকসু নির্বাচনও একই পরিস্থিতিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমরা নাকি নির্বাচন চাই না এটা মিথ্যাচার। ইসি আমাদের অনুরোধ জানিয়েছে কর্মসচির কারণে যেন কারো চলাচল যেন বাধাগ্রস্ত না করা হয়।আমাদের ঘেরাও কর্মসূচির এখানে সমাপ্তি। কাল ১১টা থেকে আবার শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। স্পষ্ট বলে দিতে চাই, আর কোনো মব চলবে না।

‎‎ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, নাছির উদ্দিন নাছির বলেন, তিনটি দাবি নিয়ে ছাত্রদল ইসির সামনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম পুওর ম্যানেজমেন্ট হয়েছে। জামায়াত শিবির নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনের কথা। ব্যবস্থাপনার বিষয়ে ইসি পুওর ম্যানেজমেন্টের কথা স্বীকার করেছে

‎তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে কয়েকটি দল মব তৈরি করে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছে। জামায়াত, এনসিপি মব তৈরি করলেও ইসি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার কথা বলা হয়েছিল। ইসি ১২ জানুয়ারি যে চিঠি দেয়, পরে আবার ১৫ তারিখ সিদ্ধান্ত রিভিউ করে ইসি। তা নিয়ে আমরা বলেছি। ইসি বলেছে সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর