Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ প্যানারোমায় সেরা সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ঢাবি করেস্পন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২১:৩৭

– ছবি : সংগৃহীত

ঢাবি: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে বাংলাদেশ প্যানারোমা সেকশনে (পূর্ণদৈর্ঘ্য) সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আকাশ হক পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এশিয়ান কম্পিটিশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ নির্মিত কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়।

সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, অ্যালিয়স ফ্রঁসেজ এর ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ দেশি-বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

এবারের আয়োজনে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়োস্কোপ এই দশ বিভাগে সিনেমাকে সম্মাননা জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর