Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ব্যাংকের আমানতকারীদের মুনাফা কর্তন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২২:২৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:২৫

ঢাকা: একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১৮ জানুয়ারি) থেকে মুনাফা কর্তন শুরু করেছে ব্যাংকগুলো। এর মাধ্যমে গ্রাহককে পরিশোধ করা মুনাফা আমানত থেকে ১০ হাজার কোটি টাকা কর্তন করা হবে। এতে হাজার হাজার গ্রাহকের আমানত কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিলম্বে ঘোষিত নির্দেশনার মাধ্যমে আগের পরিশোধিত মুনাফা কর্তন ব্যাংকিং নীতিমালার পরিপন্থী হিসাবে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্টরা।

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাঁদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না বলে সম্প্রতি জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংক গত বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে পাঁচ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনা অনুসারে আমানতকারীদের আমানত থেকে পরিশোধিত মুনাফা কেটে রেখেছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে জানা গেছে, দুই বছরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্তে ১০ হাজার কোটি টাকার দায় কমে গেছে ব্যাংকগুলোর। গত বছরের সেপ্টেম্বরে পাঁচ ব্যাংকের আমানত ছিল ১ লাখ ৪১ হাজার কোটি টাকা। ডিসেম্বর শেষে পাঁচ ব্যাংকের আমানত কমে হয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। দুই বছরের মুনাফা কেটে রাখা হলে তা কমে হবে ১ লাখ ২১ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সর্বেশেষ মুনাফা কর্তন করার ঘোষনা ঢের বিলম্ব করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর দায় তো নিয়ন্ত্রক সংস্থার রয়েছে। এখন আমানতকারীদের স্বার্থ দেখার কথা বাংলাদেশ ব্যাংক ও সরকারের।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি বলেন, ব্যাংক একীভূত সারা পৃথিবীতে হয়ে থাকে। বাংলাদেশেও হচ্ছে, এটা ভালো। তবে প্রশ্ন হলো যারা লুটপাট করল, তাদের কতটা শাস্তি হলো বা টাকা কতটা আদায় হলো। মুলত লুটেরাদের অব্যাহতি দিয়ে আমানতকারীদের মুরনাফা কর্তন এক ধরণের বড় আর্থিক শাস্তির শামিল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আমানতকারীদের মুনাফা বাবাদ অর্থ মূলধন থেকে কেটে নেওয়াটা অবশ্যই অমানবিক। তবে ব্যাংকিং নীতিমালা তো মানতে হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর