Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশকে যে ডেডলাইন বেঁধে দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬ ১১:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১২:৫১

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে

এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। আইসিসি, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে চলমান এই টানাপোড়নে বিশ্বকাপে বাংলাদেশের খেলা দিন দিন হয়ে পড়েছে অনিশ্চিত। এসবের মধ্যেই ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে এমন সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছে বিসিবি। গত কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা। দুদিন আগে বিশ্বকাপ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছে আইসিসির প্রতিনিধি দলও।

বিজ্ঞাপন

গত ১৭ জানুয়ারি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসেছিল বিসিবি ও আইসিসির প্রতিনিধি দল। ইএসপিএন বলছে, শ্রীলংকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইসিসি। একই সঙ্গে গ্রুপ সি থেকে গ্রুপ বিতে বাংলাদেশকে সরিয়ে নেওয়ার প্রস্তাবেও রাজি হয়নি আইসিসি ও আয়ারল্যান্ড। বাংলাদেশও এইদিকে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড়।

আইসিসি বিশ্বকাপ নিয়ে আর বেশি সময় নষ্ট করতে রাজি নয়। বাংলাদেশ কি বিশ্বকাপ বর্জন করবে নাকি ভারতের মাটিতেই খেলতে যাবে, এ নিয়ে বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। আগামী দুইদিনের মধ্যেই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।

শেষ পর্যন্ত বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটার অপেক্ষাতেই আছে পুরো ক্রিকেট বিশ্ব। আগামী ৭ অক্টোবর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা বাংলাদেশের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর