Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
পাকিস্তানের চাপে বাংলাদেশের দাবি মেনে নেবে আইসিসি?

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৮

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র ৩ সপ্তাহ। তবে শেষ মুহূর্তে এসেও বিশ্বকাপে সূচি নিয়ে চিন্তামুক্ত হতে পারেনি আইসিসি। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশকে রাজি করাতেই হিমশিম খাচ্ছে আইসিসি। এসবের মধ্যেই পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও!

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরপরই বিসিবি জানিয়ে দেয়, নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। বেশ কয়েক দফা বৈঠকের পরেও বাংলাদেশকে মানাতে পারেনি আইসিসি।

এদিকে বাংলাদেশের দাবি ছিল, তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো যেন শ্রীলংকায় সরিয়ে নেওয়া হয়। এছাড়াও সি গ্রুপ থেকে বি গ্রুপে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আইসিসি কিংবা বি গ্রুপে থাকা আয়ারল্যান্ড কেউই এই প্রস্তাবে রাজি হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারির ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। পাকিস্তানের গণমাধ্যম জিও স্পোর্টস বলছে, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশেই আছে পাকিস্তান।  বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে পাকিস্তানও টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত। অবশ্য পিসিবি থেকে নাকি স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলা হয়েছিল, বাংলাদেশের দাবি মেনে ভারত থেকে তাদের ম্যাচ না সরালে পাকিস্তান সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করবে।

তবে পাকিস্তান শেষ পর্যন্ত নিজেদের এই অবস্থানে অটল থাকবে কি না, সেটা বড় প্রশ্ন। কারণ, বিশ্বকাপ না খেললে আইসিসি থেকে মোটা অঙ্কের রাজস্বের ভাগ হারাতে হবে পিসিবিকে।

জিও স্পোর্টসের দাবি, পাকিস্তান শেষ মুহূর্ত পর্যন্ত আইসিসিকে চাপের মুখে রাখবে। শেষ পর্যন্ত যদি এতেও কাজ না হয়, তাহলে পাকিস্তানও কঠিন কোন সিদ্ধান্ত নিতেও পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর