Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ভিসা পেতে বন্ড জমার তারিখ প্রকাশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনে নতুন শর্ত কার্যকর শুরু হচ্ছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ শর্ত কার্যকর হবে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (B1/B2) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।

তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করতে হবে না। আগাম বন্ড পরিশোধ করলে, তা ভিসার নিশ্চয়তা দেয় না, এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনও অর্থই ফেরতযোগ্য নয়।

ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর