Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে এসআই’র বাড়িসহ ২ স্থানে ডাকাতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬

ডাকাতির পর বিধ্বস্ত ঘটনাস্থল।

ফরিদপুর: ফরিদপুরে এসআই এর বাড়ি ও পেট্রোল পাম্প উভয় স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে ও বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামে পুলিশের এসআই এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ইউনাইটেড ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৪টার দিকে ধারালো অস্ত্রসহ ১১ জন লোক পাম্পের দক্ষিন দিক থেকে এসে পাম্পের নজেল ম্যান ও মিটার ম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ক্যাশরুমের তালা কেটে ডাকাতদল ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে রাত সাড়ে ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুন্ডুর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে ২ ভরি সোনার গহনা ও ৭ ভরি ওজনের রূপার অলংকার ছিনিয়ে নেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসাইন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর