Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের নিরাপত্তায় কোনো ফাঁক রাখা যাবে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় মহিলা কলেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত শহিদ ফিরোজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তা বেহুলার বাসরঘরের মতো সম্পূর্ণ নিশ্ছিদ্র হতে হবে, যাতে কোনো ধরনের ছিদ্র না থাকে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, যা বিএনপিকে উদ্বিগ্ন করেছে। আমরা বারবার বলেছি, দলের চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই মাত্রার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।’

বিজ্ঞাপন

রিজভী জানান, সম্প্রতি গুরুতর আহত ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এক মায়ের কান্না তাকে গভীরভাবে নাড়া দেয়। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ঢাকায় অবস্থানরত শহিদ ফিরোজ আহমেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী আজ ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে এবং বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। শহিদ ফিরোজ রাজশাহীর গোয়ালিয়া থানার বাসিন্দা ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে তিনি প্রাণ হারান।

রিজভী আরও বলেন, শহিদ ফিরোজের দুটি সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ ও লেখাপড়া নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এই বিষয়গুলো আমরা গুরুত্বসহকারে নোট করেছি। শহিদ পরিবারের সন্তানদের শিক্ষা যেন বন্ধ না হয়, সে জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এটাই জনগণের প্রত্যাশা। তবে নির্বাচন কমিশনের কিছু আচরণ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। নিরপেক্ষতার জায়গায় যদি চির ধরে, তাহলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিতে পারেন এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্ব। অন্যথায় ইতিহাস ও জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।

বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তির কথা উল্লেখ করে রিজভী বলেন, এ বিষয়ে সঠিক ও সুস্পষ্ট তথ্য সময়মতো জানানো হবে। চেয়ারম্যান মহোদয় যে অঙ্গীকার করেছেন, জনগণ বিএনপিকে নির্বাচিত করলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর