Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবারও পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ৫০০ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:০২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৯

ঢাকা: দেশের পুঁজিবাজারে আগের দিনের মতো সোমবারও (১৯ জানুয়ারি) সূচকের বড় উত্থান হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ পয়েন্টে। আগের দিন এটি বেড়েছিল ৭৬ পয়েন্ট।

আজ ডিএসই-তে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগেরদিন ছিল ৪৭৪ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৩১ লাখ টাকা বা ২৫ শতাংশ।

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬৮টির বা ৬৮.০২ শতাংশের। আর দর কমেছে ৭২টির বা ১৮.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪টির বা ১৩.৭১ শতাংশের।

বিজ্ঞাপন

অপরদিকে সিএসই-তে সোমবার ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

‘অ্যাভাটার ৪’-এ থাকবেন মিশেল ইয়ো
১৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৭

আরো

সম্পর্কিত খবর