ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন এবং ইতালির রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কূটনৈতিকরা অংশ নেন।
বৈঠকে বিএনপি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ইইউ রাষ্ট্রদূতরাও বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তাদের প্রতিশ্রুতি এবং টেকসই গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়াও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব জনাব সালেহ শিবলী এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদী আমিন উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।