কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে সর্বস্তরের জনগণের গণসই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে এ গণসই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র তীরে থাকা ভাসমান তেল ডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে সকাল ১১টা থেকে ৩ টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত গণসই কর্মসূচিতে সর্বস্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক,সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া,কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু,মমিনুল ইসলাম,উপদেষ্টা অধ্যাপক আবু হানিফা, সাংবাদিক নজরুল ইসলাম সাবুসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান তেল ডিপো জ্বালানি তেল সরবরাহ করে এলাকার জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল। হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে ডিপো দুটিতে গত ৬ বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সর্বস্তরের জনগণের গণসই কর্মসূচি অনুষ্ঠিত হয়।