Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৬:২৭

-ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: দণ্ডবিধির ধারা ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি করছে। সরকারের বিরুদ্ধে মত প্রকাশ করা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হলেও এই আইনের মাধ্যমে তা দমন করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন, যা মূলত স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের সঙ্গে এ আইন সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

রিটে দাবি করা হয়েছে, দণ্ডবিধির ১২৪-এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থি। এ কারণে ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করে রুল জারির আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর