ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানকে নির্বাচনের দিন পর্যন্ত বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মজিবুর রহমানের করা এক আবেদনের প্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি নির্দেশনা পাঠিয়েছে কমিশন।
ওই চিঠিতে বলা হয়েছে, “মো. মজিবুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৪ গাজীপুর-১ সংসদীয় আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী। তিনি নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। উক্ত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
নির্বাচনি সময়সূচী: ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরের গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো:
২১ জানুয়ারি: প্রতীক বরাদ্দ,
২২ জানুয়ারি: আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু,
১০ ফেব্রুয়ারি (সকাল ৭:৩০): প্রচারণার শেষ সময় এবং
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভোটগ্রহণ (সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত)।
উল্লেখ্য, মজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি নিজের জীবনের নিরাপত্তা ও নির্বাচনি প্রচারণায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কমিশনের কাছে এই বিশেষ সুরক্ষা দাবি করেছিলেন।