Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটের দ্বন্দ্ব ভুলে ফুটবলে ‘হ্যান্ডশেক’ করল ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬ ১৪:৪২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩

ফুটসালে হাত মেলালো ভারত-পাকিস্তান

সেই এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে শুরু। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ‘হ্যান্ডশেক’ না করে বিতর্কের জন্ম দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে সাম্প্রতিক সময়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই ফুটবলে দেখা গেল ভিন্ন এক চিত্র। ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপে হাত মিলিয়ে সবাইকে খানিকটা চমকে দিয়েছে ভারত-পাকিস্তান।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে হওয়া সেই হামলার পর থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বেড়েছে কয়েকগুণ। সেই জেরেই এশিয়া কাপের তিন ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। এমনকি পাকিস্তানের মহসিন নাকভির থেকে ট্রফিও নেয়নি সেই আসরের চ্যাম্পিয়ন ভারত। ট্রফি ছাড়াই তারা করেছিল অদ্ভুত এক উদযাপন।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের নুথাবারি স্টেডিয়ামে সাফ নারী ফুটসালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ক্রিকেটের মতো ফুটবলেও হাত না মিলিয়ে খেলা শুরু করবে দুই দল, ধারণা করা হয়েছিল এমনটাই।

তবে সবাইকে অবাক করে টসের পরপরই হাত মেলান দুই দলের অধিনায়ক। টসের আগে দুই পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও হয়েছে।

রোমাঞ্চকর এই ম্যাচে একটা সময় পর্যন্ত ৩-৩ গোলে সমতা থাকলেও শেষ পর্যন্ত ৫-৩ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের ফলাফল ছাপিয়ে অবশ্য আলোচনায় ছিল দুই দলের সেই হাত মেলানোই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর