Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১০:৫৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এ সংকটে রয়েছে রাজধানী ঢাকা। কিছুদিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণ বেড়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৪২ মিনিটে ২৮৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ুকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ৩৪৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ৩১৪ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ২৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কলকাতা। বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো ২৩০ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

বিজ্ঞাপন

একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ধরা হয় ‘ঝুঁকিপূর্ণ’, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে চলাচল সীমিত রাখা প্রয়োজন। পাশাপাশি অন্যদেরও অপ্রয়োজনীয় বাহিরের কার্যক্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
দীর্ঘমেয়াদে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা বাস্তবায়ন, নির্মাণকাজে কঠোর নজরদারি এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর