Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২ আসনে, সর্বনিম্ন পিরোজপুর-১

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১০:১৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১২ আসনে এবং সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে।

‎বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। আর মাত্র ২ জন প্রার্থী নিয়ে তালিকার সবশেষে রয়েছে পিরোজপুর-১ আসন।

‎এ ছাড়া বেশ কিছু আসনে প্রার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪ এবং গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রার্থী লড়ছেন। ১১ জন করে প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫ এবং খাগড়াছড়ি আসনে।

‎অন্যদিকে ১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬ এবং চট্টগ্রাম-৯ ও ১১ আসনে।

‎ইসি জানায়, গত ২০ জানুয়ারি ২৯৮টি আসনে মোট ৩০৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে আছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি সারাদেশে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩১

আরো

সম্পর্কিত খবর