Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজান মাসে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১০:২৯

ঢাকা: রমজান মাসে সব স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

এর আগে, গত ৫ জানুয়ারি রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে ওই নোটিশ পাঠান আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রচলন বিদ্যমান। এটিই দেশের আইন, নীতি ও প্রথার অংশ। অথচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অসাংবিধানিক ও বিতর্কিত বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা রোজা রেখে সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করায় শারীরিকভাবে দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। এতে তাদের রোজা পালনের অভ্যাসে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে যা ধর্মীয় চর্চার অন্তরায় হতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরগুলোতে যানজট আরও তীব্র হয়। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

আইনি নোটিশের কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে এই রিট দায়ের করা হয়।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
২১ জানুয়ারি ২০২৬ ০৯:৩১

আরো

সম্পর্কিত খবর