Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১০:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:৫৫

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান, এটা ঠিক ছিল আগে থেকেই। পাকিস্তানের সবগুলো ম্যাচ তাই অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। পাকিস্তানের মতো এবার শ্রীলংকায় খেলার আর্জি জানিয়েছে বাংলাদেশও। আইসিসির সঙ্গে চলমান এই দ্বন্দ্বের মধ্যেই ইএসপিএন ক্রিকইনফো বলছে, বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েক দফা আইসিসির সঙ্গে বৈঠক করেও সমাধানে আসতে পারেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, ভারতের মাটিতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে বিশ্বকাপ বর্জন করতে হতে পারে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ইস্যুতে বরাবরই বাংলাদেশের পক্ষে আওয়াজ তুলেছে পাকিস্তান। বাংলাদেশ যেন নিজেদের দাবি মানিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারে, সেই ব্যাপারে সোচ্চার পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইএসপিএন বলছে, বাংলাদেশের দাবি মেনে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে পিসিবি। সেখানে বলা হয়েছে, আইসিসি যেন বাংলাদেশের দাবি মেনে নিয়ে ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া হয়।

আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের দাবি মেনে নেবে কিনা, সেটা জানা যাবে কিছুদিনের মধ্যেই।

বিজ্ঞাপন

বিপিএল খেলতে ঢাকায় উইলিয়ামসন
২১ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর