Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন জুলাই মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১১:২৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:২৮

নীলফামারী: নীলফামারীতে রামগঞ্জ ট্রাজেডি তথা বিএনপি নেতা হত্যা মামলা ও জুলাই মামলার এজাহার আসামি ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ইউনিয়ন পরিষদের আরও আটজন বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে যোগ দেন তারা।

বিএনপিতে যোগদানকারীরা হলেন- মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম, মমতা বেগম।

পুলিশের সূত্রমতে জানা যায়, হেদায়েত আলী শাহ ফকির রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলার এজহার নামীয় আসামি। একইসঙ্গে বিগত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলায় মামলার এজহার নামীয় আসামি তিনি। বিগত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটতরাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুবদল নেতা বাবলার দায়ের করা মামলাও রয়েছে তার নামে।

বিজ্ঞাপন

যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘আমরা গর্বিত তুহিন ভাইয়ের মত একজন প্রার্থী পেয়ে। তিনি আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছেন। নীলফামারীর উন্নয়ন আমরা চাই। এজন্য তুহিন ভাইয়ের কোন বিকল্প নেই। তার হাত ধরে এ এলাকায় পরিবর্তন ঘটতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই। শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডে নয় আরো এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর