Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল খেলতে ঢাকায় উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

ঢাকায় এলেন উইলিয়ামসন

বিপিএলের শেষভাগে ঢাকায় পা রাখবেন তিনি, জানা গিয়েছিল আগেই। অবশেষে বিপিএল খেলতে ঢাকায় এলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন উইলিয়ামসন। তবুও তার সঙ্গে যোগাযোগ রেখেছিল রাজশাহী। বিপিএলের শেষের দিকে এসে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি, এমনটাই ধারণা করা হচ্ছিল। গতকালও নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ২১ জানুয়ারিই ঢাকায় আসতে পারেন উইলিয়ামসন।

অবশেষে রাজশাহীর হয়ে বিপিএলে মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন উইলিয়ামসন। আজ সকালে ঢাকায় পা রেখেছেন তিনি।

মঙ্গলবার, ২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে লড়বে রাজশাহী। এই ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে পারেন উইলিয়ামসন।

বিজ্ঞাপন

বিপিএলে রাজশাহীর হয়েই খেলছেন উইলিয়ামসনের স্বদেশি জিমি নিশাম। তিনিও টুর্নামেন্টের শুরুতেই জানিয়েছিলেন, সুযোগ পেলে উইলিয়ামসনকে নিজের দলের হয়ে খেলতে দেখতে চান তিনি।