Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তনের জন্য মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১২:৩৬

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পটুয়াখালী: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গনভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসক শহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর