Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার ১১টি আসনে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১১:৪৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১২:০৬

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান আসনভিত্তিকভাবে প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা প্রচারণার কৌশল নির্ধারণ ও মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের রায় পেতে প্রার্থীরা শিগগিরই গণসংযোগ, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণা জোরদার করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বিপিএল খেলতে ঢাকায় উইলিয়ামসন
২১ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর