Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১২:২৫

জহির মোল্লা।

ফরিদপুর: ফরিদপুরে জহির মোল্লা (৪৫) নামে এক ভূয়া সাংবাদিককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) ভোর ৪টার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রাম থেকে জহিরকে গ্রেফতার করা হয়। জহির ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহির নিজিকে সাংবাদিক পরিচয় দিয়ে কানাইপুর এলাকায় মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতো। গাড়িতে সাংবাদিক স্টিকার ব্যবহার করে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ‘দৈনিক কৃষানী কন্ঠ’ নামে একটি ফেসবুক পেইজ খুলে নিজেকে টিভি সাংবাদিক দাবি করতেন।

বিজ্ঞাপন

যৌথবাহিনী সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রসমূহে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে দ্রুত একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জহিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ জহিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বিপিএল খেলতে ঢাকায় উইলিয়ামসন
২১ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

আরো

সম্পর্কিত খবর