Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৯ আসনে ‘ফুটবল’ প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৩:৫১

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন ডা. তাসনিম জারা।

‎বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রতীক সংগ্রহ করেন।

‎প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, “শুরু থেকেই আমাদের পছন্দ ছিল ফুটবল মার্কা। আমরা এটি পাওয়ার জন্যই আবেদন করেছিলাম। অবশেষে নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”

এর আগে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর আজ প্রতীক বরাদ্দের মাধ্যমে তার নির্বাচনি লড়াইয়ের পথ চূড়ান্ত হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামীকাল ২২ জানুয়ারি থেকে সারা দেশে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ই-বেইলবন্ড সিস্টেম চালু
২১ জানুয়ারি ২০২৬ ১৩:৩০

আরো

সম্পর্কিত খবর