Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ১ হাজার ৫৮৪ কোটি টাকা
সয়াবিন তেল আমদানিসহ ১১ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৫

ঢাকা: কানাডা থেকে প্রায় পৌনে ৩ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানিসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫৮৪ কোটি টাকা ৩৯ লাখ টাকা।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, আসন্ন রমজানে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের চাহিদা, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে। কানাডার প্রতিষ্ঠান ‘এনএসরিক গ্রীন সাপ্লাইজ’ দুই লিটারের পেট বোতলে এ তেল সরবরাহ করবে। প্রতি লিটার তেল ১.০৭৫ ডলার (১৩১ টাকা ৪৯ পয়সা) দরে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে এতে মোট ব্যয় হবে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার। প্রতি ডলার ১২২.৩২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে কাফকো থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৪০৫.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা।

বৈঠকে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে ফরিদপুর ও গাইবান্ধায় প্রতিটি ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন্ন দুটি বাফার গুদাম নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে যথাক্রমে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকা এবং ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার টাকা।

অন্যান্যের মধ্যে বৈঠকে ৮৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ২টি স্পীড বোট; ২২২ কোটি ৪৫ লাখ টাকা, ১৮৮ কোটি ১৮ লাখ টাকা ও ৩৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের ৩টি প্যাকেজ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে ফেনী সড়ক বিভাগের ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের ‍পূর্ত পূর্তকাজ সম্পাদনে ৩টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা, ১৪০ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং ১৫২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
২১ জানুয়ারি ২০২৬ ২০:২২

আরো

সম্পর্কিত খবর