Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

শফিকুল আলম জানান, সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালটও একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডামও রয়েছে, পোস্টাল ব্যালটও রয়েছে, যার কারণে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, এ বিষয়ে যেন গুজব না ছড়ায় সে জন্য আপনারা আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখবেন।

পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর