ঢাকা: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২১ জানুয়ারি) তিনি এই সাক্ষাৎ করেন।
বুধবার নিজস্ব ফেসবুক পোস্টের মাধ্যমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
সাক্ষাতে তারা বিচার বিভাগের জন্য তার পরিকল্পনা এবং আমাদের দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।