ঢাকা: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ রকিবুল করিম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) (আইডিআরএ)-এর অনুমোদনের পর তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে শেখ রকিবুল করিম প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গার্ডিয়ান লাইফের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সুশাসন জোরদার এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পরিচালনা পর্ষদ তাঁকে এমডি ও সিইও পদে নিয়োগ দেয়।
২০১৯ সালে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন শেখ রকিবুল করিম। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের কার্যক্রম ও গ্রাহকসেবা উল্লেখযোগ্যভাবে ডিজিটাল রূপ লাভ করে।
শেখ রকিবুল করিমের নেতৃত্বে গার্ডিয়ান লাইফের গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ২৮ লাখে পৌঁছেছে। পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স, ডিজিটাল ইন্স্যুরেন্স ও মাইক্রোইন্স্যুরেন্স খাতে প্রতিষ্ঠানটি শক্ত অবস্থান তৈরি করেছে।
গার্ডিয়ানে যোগদানের আগে তিনি কেপিএমজি বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গ্রামীণফোন ও বাংলালিংকের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
শেখ রকিবুল করিম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি)-এর ফেলো সদস্য। কৌশলগত দৃষ্টিভঙ্গি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য তিনি সুপরিচিত।
নতুন নেতৃত্বে গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনতে শেখ রকিবুল করিম কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।