ঢাকা: রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকালের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর তালিকায় থাকা ঢাকার বায়ুদূষণের মাত্রা আজও কমেনি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার গড় বায়ু মান সূচক (AQI) ছিল ২২২।
আইকিউ এয়ার জানায়, ঢাকার দুটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকায় বায়ু মান সূচক ছিল ৩৯২ এবং মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় ছিল ৩৩০, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ু মান সূচক ছিল ৩৩৮। বিশেষজ্ঞরা বলছেন, চলতি শীত মৌসুমে ঢাকায় দূষণ কমার কোনো লক্ষণ নেই। গত ডিসেম্বর মাসজুড়েই রাজধানী বিশ্বের শীর্ষ দূষিত নগরীগুলোর তালিকায় ছিল। জানুয়ারি মাসেও প্রায় প্রতিদিন একই পরিস্থিতি অব্যাহত রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, বায়ু মান সূচক ২০০ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ অতিক্রম করলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ মাত্রার দূষণ শ্বাসযন্ত্র, হৃদ্রোগ ও শিশু-বয়স্কদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
পরিবেশবিদরা বলছেন, বায়ুদূষণ এখন শুধু ঢাকাকেন্দ্রিক নয়; দেশের বিভিন্ন অঞ্চলেও দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। তবে দূষণ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমগুলো মূলত রাজধানীকেন্দ্রিক হলেও এর দৃশ্যমান কোনো ফল পাওয়া যাচ্ছে না।
সুরক্ষায় যা করতে বলছে আইকিউ এয়ার আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মানসম্মত মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম বা শারীরিক কসরত না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দূষিত বাতাস ঘরের ভেতরে প্রবেশ না করে।